দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নচাপটি সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার ৪২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো। এটি আরও অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
নিম্নচাপটির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় পায়রা সমুদ্র বন্দরকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
তবে সরেজমিনে ঘুরে নিম্নচাপের কোনো প্রভাব এখনও পায়রা বন্দর ও রাঙ্গাবালীতে লক্ষ্য করা যায়নি। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।