রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়ার পাঁচ ব্যান্ড গেটের মধ্য স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর )গেটটি হঠাৎ ভেঙে পড়েতে দেখেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা সংবাদ কর্মী আব্দুল হালিম বলেন বহুদিনের এ গেট টি সংস্কার না করায় প্রতি বছর এমন ভাবে ধ্বসে পড়ে।
বর্তমানে ভাঙ্গনকৃত গেটটিতে পানি নিস্কাশন বন্ধ না করলে কয়েকটি এলাকা নদীর পানিতে প্লাবিত হয়ে যেতে পারে বলে জানান এলাকাবাসী।
এবিষয়ে সাবেক জেলা পরিষদের সদস্য ডালিম ঘরামীর কাছে জানতে চাইলে তিনি বলেন বেশ কিছু দিন হয়েছে ভামিয়ার পাঁচ ব্যান্ডের গেটটির মাঝ বরাবর ফাটল ধরেছে। দ্রুত মেরামত করা না হলে যে কোন মূহুর্তে খোলপেটুয়া নদীর পানিতে প্লাবিত হতে পারে বুড়িগোয়ালিনীর কয়েকটি গ্রাম।
ভামিয়া গ্রামের হরিদাস বিশ্বাস বলেন ভামিয়া গ্রামে কারিতাসের পাঁচকল গেট ভেঙে গেলে কয়েক হাজার বিঘা মৎস্য ঘের সহ কৃষি ফসল ভেসে যাবে।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুক্রবার সকালে ভামিয়া পাঁচ ব্যান্ড গেটের মধ্য স্থান থেকে ঢসে পড়েছে খবর পেয়ে আমি সহ ইউপি সদস্যবৃন্দ সরজমিনে পরিদর্শন করা হয়েছে।
এবিষয়ে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের উপ- সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি অবহিত করেছেন,পানি উন্নয়ন বোর্ডের প থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।