বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কারিগরি দল দুই মাসের নির্বাচন মিশন শুরু করেছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে বৈঠক করতে তারা নির্বাচন কমিশনে (ইসি) যান। এই বৈঠকের মধ্যদিয়ে তাদের মিশন শুরু হয়। এর আগে গতকাল শনিবার (২ ডিসেম্বর) বিএনপির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে ইইউ’র কারিগরি দল।
বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কারিগরি দল দুই মাসের নির্বাচন মিশন শুরু করেছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে বৈঠক করতে তারা নির্বাচন কমিশনে (ইসি) যান। এই বৈঠকের মধ্যদিয়ে তাদের মিশন শুরু হয়। এর আগে গতকাল শনিবার (২ ডিসেম্বর) বিএনপির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে ইইউ’র কারিগরি দল।
চিঠিতে ইইউ জানিয়েছিল, বাংলাদেশে নির্বাচনের যথাযথ পরিবেশ নেই। তাই বাংলাদেশে তারা নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। সেই চিঠিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর মতো তহবিল না থাকার বিষয়টিও উল্লেখ করেছিল ইইউ।