সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে দুই ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের শেষটিতে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে, সমতায় সিরিজ শেষ করতে দৃঢ়প্রত্যয় দ্বীপরাষ্ট্রটির। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ সোমবার (৪ ডিসেম্বর) বিকাল ৩ টায়।
এই ম্যাচটি অন্য কারণেও গুরুত্বপূর্ণ। চলতি বছরে বাংলাদেশ নারী ফুটবল দলের এটি শেষ আন্তর্জাতিক ম্যাচ। এদিকে ২০২৪ সালের মার্চের আগে জাতীয় পুরুষ ফুটবল দলেরও আর খেলা নেই। তাই ফুটবল দলের জন্য আজই শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে ক্লাব পর্যায়ে আগামী ১১ ডিসেম্বর এএফসি কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবে বসুন্ধরা কিংস।
এর আগে, প্রথম ম্যাচে সাবিনা-তহুরাদের কাছে পাত্তাই পায়নি সিঙ্গাপুরের মেয়েরা। ৩-০ গোলে জয়ে ফুরফুরে মেজাজে সাইফুল বারী টিটুর শিষ্যরা। এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ২-০ সিরিজ জিততে চায় বাংলাদেশ। অন্যদিকে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সিঙ্গাপুরের মেয়েরা।
এই ম্যাচে ড্র করলেও সিরিজ জিতবে বাংলাদেশ। তবে জয়েই বছরের শেষটা রাঙাতে চায় বাঘিনীরা।
বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটুর ভাষ্য, প্রথম ম্যাচের পর ওরা (সিঙ্গাপুর) বুঝতে পেরেছে, আমরা কীভাবে খেলি। সেই অভিজ্ঞতা থেকে মাঠের খেলাতে ব্লক তৈরি করতে পারে যেন গোল না দিতে পারি। তাই আমাদের আরও সতর্ক হয়ে খেলতে হবে।
টিটু যোগ করেন, ওরা (সিঙ্গাপুর) এখানে এসে একদিন পরই ম্যাচ খেলেছে। দলটিতে পরিবর্তনও এসেছে অনেক। যার কারণে লড়াইটা সেভাবে করতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে আমাদের ওদের অর্ধে সুযোগ না-ও দিতে পারে। এরপরও আমরা আগের মতো খেলে ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাই।