প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে পাটচাষীদের দিনব্যাপী পাট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৪ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল্যাহ আল নোমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম খামার বাড়ির কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিপ্লব কুমার মহন্ত, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল ও প্রেসক্লাব রাজারহাটের যুগ্ম সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পাট অধিদপ্তরের হিসাব সহকারী জিয়াউর রহমান জিয়া ও সাংবাদিক আমিনুল ইসলাম প্রমূখ। শেষে পাট প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীদের মাঝে উপকরণ হিসেবে পাটের তৈরি ব্যাগ বিতরণ করেন অতিথিবৃন্দ। ওই প্রশিক্ষণে রাজারহাট উপজেলার ৭৫জন পাট চাষী অংশগ্রহন করেন।