হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও: বগুড়ার জোড়গাছা বাজার থেকে চুরি যাওয়া ট্রাক বোঝাই ভূট্টা উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও পুলিশ।
রোববার (৩ ডিসেম্বর) ঠাকুরগাঁও পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জাহিদ হাসান বাবু (২৫) খুলনা জেলার দাকোপ থানার কেওড়াখালী গ্রামের মৃত কামরুজ্জামানের ছেলে, শিপন মিয়া(২৫) বগুড়া জেলার গাবতলী থানার মালিয়ানডাঙ্গা গ্রামের টুকু মন্ডলের ছেলে এবং আব্বাস আলী (৫০) বগুড়া জেলার ধুনট থানার চালাপাড়া গ্রামের মৃত ময়েজউদ্দিনের ছেলে । পুলিশ জানায়,২০ নভেম্বর সন্ধায় ঠাকুরগাঁও ডটার্স মিল হতে ৩৮০ বস্তা ২২ হাজার ৫০০ কেজি ভূট্টা (ট্রান্সপোর্ট চালান নং- ৫০৭৮) গাজীপুর কোয়ালিটি ফিড মিল বাঘের বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা মেট্রো ট- ১৫-৩০৫৬ নম্বরের একটি ট্রাক ভাড়া করেন। কিন্তু ভূট্টাসহ ট্রাকটি গন্তব্যে না পৌঁছালে ট্রাকের চালক জাহিদ হাসান বাবুকে ফোন করে মিল মালিক বলে। চালকের কথায় সন্দেহ হলে গত ১ ডিসেম্বর মিলের ম্যানেজার বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় মামলা দায়ের করেন। পরে মিল মালিকের কাছে থাকা ট্রাক চালকের ছবি থানা পুলিশকে দিলে পুলিশ সেটি নিয়ে তদন্ত শুরু করে। পরে রাতেই তাকে গ্রেফতার করে। এরপর তার দেয়া তথ্য মতে বগুড়া জোড়গাছা বাজার হতে চুড়ি হওয়া ৩৮০ বস্তা ভূট্টা উদ্ধার করা হয়। সেই সথে এ ঘটনার সাথে জড়িত শিপন মিয়া ও আব্বাস আলী নামের আরো দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন ঘটনা জানার পরে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে পরে আশুলিয়া থানার সহযোগিতায় ট্রাক চালককে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামীদের গ্রেফতার করা হয়।