লালপুর ( নাটোর) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাটোর -১ (লালপুর- বাগাতিপাড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের এসকেন আলী। তিনি পেশায় একজন গ্রাম পুলিশ (চৌকিদার)। মনোনয়ন ফর্ম সংগ্রহের পর নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন তিনি ।
সোমবার (৪ই ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গ্রাম পুলিশ এসকেন আলীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা।
এবিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান,কোনো এলাকায় নির্বাচন করতে হলে সে এলাকার মোট ভোটার সংখ্যার এক শতাংশ ভোটারের স্বাক্ষর পূরন করতে হবে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১ শতাংশ ভোটার সংখ্যা ছিল ৩৪৯৪ জন। কিন্তু এসকেন আলী মাত্র ৯৮০ জনের স্বাক্ষর জমা দিয়েছেন। তাই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শর্ত পূরণ করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এবিষয়ে গ্রাম পুলিশ (চৌকিদার)এসকেন আলী বলেন, আমি নিয়ম অনুযায়ী সকল কাগজপত্র জমা দিয়েছি কিন্তু কি কারণে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবিষয়ে আমি কিছু জানি না, আমি নির্বাচনে অংশগ্রহণের জন্য আমার বসত বাড়ির এক কাঠা জমি বিক্রি করে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছি, কিন্তু কি কারণে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এখনো আমাকে জানানো হয়নি এ বলে কান্নায় ভেঙ্গে পড়েন গ্রাম পুলিশ এসকেন আলী।