গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় এক হাফিজিয়া মাদ্রাসায় রান্না করা খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এএসএম রুহুল আমিন বলে, মঙ্গলবার সকালে গাইবান্ধা পৌর সভার ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাদের অবস্থা পর্যবেক্ষণ করে ভর্তি করা হয়েছে। তাদের ফুড পঁয়জোনিং হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মানসুর রাহমান বলেন, মাদ্রাসায় প্রায় ২০০ জন শিক্ষার্থী আবাসিকে থাকে। সকলেই তিন বেলা মাদ্রাসার রান্না করা খাবার খায়। প্রতিদিনের ন্যায় গত রাতে স্বাভাবিক (সাদা ভাত, ডাল ও শিম ভাজি) খাবার খেয়ে শুয়ে পড়ে। এরপর রাত ২টার দিকে কয়েকজন শিক্ষার্থী পাতলা পায়খানার সাথে বমি করে। পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।