মোঃ আতিকুর রহমান আজাদ, ডাসার প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে চাঁদাবাজী মামলায় ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বাবুল পালোয়ান (৫০)
কে গ্রেফতার করছে ডাসার থানা পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ডাসার থানা পুলিশ কাজীবাকাই তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। বাবুল পালোয়ান উপজেলার কাজীবাকাই এলাকার মৃত আবুল হোসেন পালোয়ানের ছেলে।
পুলিশ ও মামলার সুত্রে জানা যায়, ডাসার বাজার রোডে ব্যাবাইজ্জার খাল ২৮ মিটার লম্বা গাডার ব্রীজের ওয়ার্ক অর্ডার পান একই উপজেলার মৃত. আলহাজ্ব সৈয়দ আবুল কাশেমের ছেলে সৈয়দ নুরুজ্জামান বাবু। ব্রীজের কাজ করতে গেলে ১নং আসামী বাবুল পালোয়ান ও ২নং আসামী বোরহান পালোয়ান সহ অজ্ঞাতনামা ৫/৭জন আসামী কাজের সাইডে আসিয়া সৈয়দ নুরুজ্জামান বাবু নিকট ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে এবং কাজ বন্ধ করে দেয়। পরে সৈয়দ নুরুজ্জামান বাবু গত ২৫ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ১নং আসামীকে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ। এদিকে ২নং আসামী বোরহান পালোয়ান বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনে রয়েছেন।
জানতে চাইলে ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল জানান, বাবুল পালোয়ান ডাসার আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান,আদালতের ওয়ারেন্ট ছিল বাবুল পালোয়ানের বিরুদ্ধে। রাতে তাকে গ্রেফতার করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।