রাজু আহাম্মেদ,চুয়াডাঙ্গা, প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে এক আম বাগানের কাছ থেকে ১ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের স্বর্নের তৈরি গহনা ও মোটরসাইকেলসহ চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে স্বর্নসহ চোরাকারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ।আটককৃত চোরাকারবারি একই উপজেলার লোকনাথপুর গ্রামের দাউদ আলির ছেলে সাইদ হোসেন (৪০)।
চুয়াডাঙ্গা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের একটি আমবাগানে আমরা অবস্থান করি। এ সময় মোটরসাইকেলে এক ব্যাক্তি পুলিশ দেখে পালানোর চেস্টা করলে তাকে আটক করা হয়। পরে আটককৃত সাইদ হোসেনের দেহ তল্লাশী করে ৬টি ছোট-বড় প্যাকেট ভর্তি এক কেজি ৬৩৫ গ্রাম স্বর্নের গহনা উদ্ধার করা হয়।
এছাড়া চোরাচালান কাজে তার ব্যাবহারের এপাচি আর টি আর ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করে জেলায় কার্যালয়ে নেয়া হয়।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও পরিদর্শন) মো: নাজিম উদ্দিন আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আটক ব্যাক্তিকে মামলাসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্নালংকার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।