রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি :
“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুনীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এ শ্লোগানকে সামনে নিয়ে শনিবার(৯ ডিসেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন, আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্যামনগর উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি, উপজেলা প্রশাসন ও দুনীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবসের জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান।
উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন শেষে পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি বক্তব্যে নতুন প্রজন্মকে দুনীতি মুক্ত থাকা, শিক্ষার্থীদের আর্থিক দুনীতি সহ সকল প্রকার অপরাধ থেকে দূরে থাকার আহব্বান জানান।
দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, শ্যামনগর থানার তদন্ত অফিসার রফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য মানবেন্দ্র দেবনাথ, প্রকৌশলী শেখ আফজালুর রহমান প্রমুখ।