মোঃ আতিকুর রহমান আজাদ, কালকিনি-ডাসার প্রতিনিধিঃ
“উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।
মাদারীপুরের ডাসারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু সহদেব চন্দ্র বাড়ৈর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ সাইদুজ্জামান হিমু।
বিশেষ অতিথি ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান, ডাসার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি দুলাল চন্দ্র নাগ, সাধারন সম্পাদক সৈয়দ বাহাউদ্দিন সাহিদ,ডাসার উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক এ্যাডঃ বিদ্যুৎ কান্তি বাড়ৈ, ডি,কে আইডিয়াল কলেজের প্রভাষক মোঃ মাহতাবউদ্দিন খান,শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার তালুকদার,সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম,শশিকর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাধবী রানী,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুজ্জামান, দুলাল চন্দ্র ঢালী,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, ডাসার উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পরই এই প্রথম আমরা এ দিবসটি উদযাপন করলাম। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ করতে চাই।
ডাসার উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ সাইদুজ্জামান হিমু বলেন, দুর্নীতি প্রতিরোধে সকলেরই ঐক্যবদ্ধ হতে হবে। কারও একার পক্ষে এটা সম্ভব নয়।
দুর্নীতি এখন যে ভাবে ছড়িয়েছে,আমাদেরকে যারযার পরিবার থেকে এটা প্রতিরোধ শুরু করতে হবে। তাহলেই আমরা দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজ ও দেশ গড়ে পারব। যে স্বপ্নটি ছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।