মো: ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নোয়াখালী অঞ্চলের শাখা (০৮ ডিসেম্বর) শুক্রবার সকাল ৯টায় ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নোয়াখালী সার্কিট হাউস-এ অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক প্রদীপ চন্দ্র দাস, মোঃ জাকির হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার নিলুফার রহামন। নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্মেলনে সভাপতিত্ব করেন। উক্ত অঞ্চলের সকল ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারিগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলন ২০২২-২৩ অর্থবছরের শাখা ভিত্তিক মূল্যায়ন পর্যালোচনা করেন এবং ২০২৩-২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের কৌশল নির্ধারণপূর্বক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সফল উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় অবদান রাখার জন্য সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন প্রধান অতিথি।