মোঃ আতিকুর রহমান আজাদ, কালকিনি-ডাসার প্রতিনিধিঃ
দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মোঃ সিরাজ বেপারী(৫২)নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
গত শুক্রবার বিকেল ৫ টার দিকে দক্ষিন আফ্রিকার ফালবাং আলমাসদিরিবস নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সিরিজ বেপারী মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের মৃত ছাদের বেপারীর ছেলে। সে প্রায় ২২ বছর যাবত দক্ষিন আফ্রিকায় ব্যবসা করে আসছেন। তার এক স্ত্রী,এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। তার নিহতের বিষয়টি নিশ্চিত করেন দক্ষিন আফ্রিকায় বসবাস কারী বোরহান মাতুব্বর।
প্রবাসী সিরাজের মৃত্যুর সংবাদ শুনে, তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন এর চিৎকার কান্নায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
দক্ষিন আফ্রিকায় থাকা প্রবাসী বোরহান মাতুব্বর জানান, সিরাজ ব্যবসা করতো,তার কাছে সন্ত্রাসীরা চাঁদা দাবি করেছিল। কিন্তু সিরাজ তাদেরকে চাঁদা দেয়নি। তাই সুযোগ বুঝে গুলি করে হত্যা করেছে। সিরাজ ওই দিন ডাক্তারের কাছে গিয়েছিল। আসার পথে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। নিহত সিরাজের মরদেহটি দক্ষিন আফ্রিকার তলাঙ্গা হাসপাতালের হিমাগারে রয়েছে। কান্নাজরিত কন্ঠে নিহতের পরিবারের সদস্যরা বলেন, আমরা আমাদের মরদেহটি তারাতাড়ি ফেরত চাই।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, প্রবাসী সিরাজের মৃত্যুর সংবাদটি শুনেছি। মরদেহটি বাংলাদেশে নিয়ে আসতে প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন হলে, আমাদের পক্ষ থেকে করা হবে।