রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুই যুবককে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তারা হলেন- শাহিন (২৪) ও আবু বক্কর সিদ্দিক (২৪)। আটক দুজনই যুবদল কর্মী।
সোমবার(১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি পুড়ে যায়।
এ ব্যাপারে মিডলাইন পরিবহনের বাসচালক তারেক বলেন, যাত্রী নামিয়ে মোহাম্মদপুর ময়ূরী ভিলার সামনে দিয়ে গাড়ি ঘোরানোর সময় বাসের মাঝখানে হঠাৎ করে আগুন ধরিয়ে দেয়। আমি তখন দ্রুত জানালার কাচ ভেঙে নেমে যায়। আগুন দেওয়ার সময় হাতেনাতে দুজনকে আটক করে পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঞা বলেন, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের ময়ূরী ভিলার বিপরীত পাশে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেয় দুই যুবক। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, সিনিয়র নেতাদের নির্দেশে তারা বাসে আগুন দেই।
সূত্র : আরটিভি অনলাইন।