ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে হলের খেলার মাঠে ও টিভি রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডল, হাউজ টিউটর রুহুল আমিন সুমন ও অন্যান্য আবাসিক শিক্ষক উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতার হলটির প্রায় শতাধিক আবাসিক ছাত্রী অংশ গ্রহণ করে। পরবর্তীতে হলটির টিভি কক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নৃত্য প্রদর্শিত হয়।
এসময়ে আয়োজনের সার্বিক বিষয়ে জানতে চাইলে হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, পড়াশোনার পাশাপাশি বিনোদনেরও প্রয়োজন রয়েছে তাই মহান বিজয় দিবস উপলক্ষে এবছর ক্রীড়াসহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা। এই কার্যক্রম সফলভাবে শেষ করতে সকল প্রতিযোগী এবং আয়োজনে সহযোগিতাকারীদের বিশেষ ধন্যবাদ জানান তিনি।
এসময় তিনি আরও বলেন আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, উল্লেখ্য আজকের বিজয়ী প্রতিযোগিদের পুরষ্কৃত করা হবে।