রোমান আহমেদ, জামালপুর, প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে মজিয়া খাতুন(৬০) নামের এক বৃদ্ধাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে সৎ ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় মোস্তফা নামের এক যুবক কে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) ভোর ৬টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের টুংরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মজিয়া খাতুন গোয়ালের চর ইউনিয়নের টুংরাপাড়া গ্রামের মৃত ময়দান আলীর স্ত্রী। ও আটককৃত মোস্তফা (৩০) নিহত মজিয়া খাতুনের দেবরের ছেলে।
নিহতের আপন ছেলে হেলালের অভিযোগ তার নানার নিকট থেকে ৩২ শতাংশ জমি পেয়েছিল। বৃহস্পতিবার গভীর রাতে তার সৎ ভাই আলাল, দুলাল ও তাদের লোকজন মায়ের ওই জমিতে ঘর উঠায়। খবর পেয়ে ভোর ৬ টার দিকে ঘটনাস্থলে যায় মজিয়া খাতুন। এ সময় আলাল, দুলাল ও তাদের লোকজন মজিয়া খাতুনকে মারধরের একপর্যায়ে গলা টিপে হত্যা করে।
পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্ব্যরত চিকিৎসক ডা. সারা জানান, হাসপাতালে পৌছার আগেই মারা গেছেন মজিয়া খাতুন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, পুলিশ মারদেহ উদ্ধার থানায় নিয়ে আসে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।