জেলা প্রতিনিধি, নীলফামারী প্রতনিধি :
রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকার শিশু রাজিব ইসলাম (৭) ট্রেন দেখতে গিয়েছিল বিমানবন্দর রেলস্টেশনে। এরপর ট্রেনে উঠে আর নামতে পারে নি সে। সেই ট্রেনে করে নীলফামারীতে চলে এসেছে শিশুটি। পরে ট্রেনের এক যাত্রীর সঙ্গে শিশুটি চলে যায় নীলফামারী সদরের চাঁদের হাটে। বর্তমানে শিশুটি সেই হাটের আবু সুফিয়ান নামে এক দোকানদারের জিম্মায় রয়েছে।
শিশু রাজিবের জানায়, তার বাসা রাজধানীর দক্ষিণখান এলাকায়। সে ওই এলাকার রাজমিস্ত্রি রুবেল ইসলামের ছেলে ও দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালযের ছাত্র। তার মা কল্পনা আক্তার গার্মেন্টসে চাকরি করেন। শনিবার রাতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে উঠে সে। সেই ট্রেনে কিছুক্ষণ হাটাহাটি করতেই ট্রেন ছেড়ে দিলে সে আর নামতে পারেনি।
শিশু রাজিব ইসলাম বলে, আমি ট্রেনে উঠছি দেখার জন্য কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ায় আর নামতে পারি নাই । এই বাজারে স্টেশন থেকে একজনের সঙ্গে এসেছি। আমি বাড়ি ফিরতে চাই।
স্থানীয় যুবক সোহাগ ইসলাম বলেন, ছেলেটি বর্তমানে চাঁদের হাট বাজারে এক দোকানদারের জিম্মায় আছে। থানায় জানানো হয়েছে।
নীলফামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, এরকম তথ্য জানা নেই, তবে খোঁজ নেওয়া হবে।