আজ ১৬ ডিসেম্বর, শনিবার চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলার মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক হীরু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা শরমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জয়নাল আবেদিন। সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা শরমিন স্বাগত বক্তব্য দেন।
শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম, খোরশেদ আলম, পারভীন আকতার, এস মাহান, সায়মা আকতার রুমি, বিবি আমেনা মুক্তা, প্রিয়াংকা বড়ুয়া, নুসরাত সুলতানা রুমি ও উম্মে হাবিবা। প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।