মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে এমন আশ্বাসে আমরা নির্বাচনে অংশ গ্রহন করেছি, এর পরেও যদি দেখি নির্বাচন নিরপেক্ষ হচ্ছে না নির্বাচনের পরিবেশ নেই তাহলে বিএনএম নির্বাচন থেকে সরে দাঁড়াবে বলে এমন বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ( বিএনএম) এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে ফরিদপুরে তার নিজ নির্বাচনী এলাকার মধুখালীতে এক বর্ধিত সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেনন তিনি। এ সময় তিনি আরো বলেন জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে আমরা নিশ্চিত হয়েছি নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহ মো. আবু জাফর বলেন আমি বিএনপি থেকে কোন দলে যোগদান করিনি আমি দল গঠন করে নির্বাচনে এসেছি। তিনি বিএনপির সমালোচনা করে বলেন তারা বিদেশীদের উপর ভর করে সরকারের পতন করতে চেয়েছিলেন কিন্ত তারা ব্যর্থ হয়েছে। তাই তারা নামমাত্র আন্দোলন করে নিজদের ক্ষতি করছে। বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ না করেও ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন তিনি। এসময় তিনি তার নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে ব্যক্ত করেন। আসন্ন নির্বাচনে বিএনএমের ৯২ জন প্রার্থী অংশগ্রহন করছে। যারা খুবই শক্তিশালী প্রার্থী। বিএনএমের এসকল প্রার্থীদেরও জয়ের ব্যাপারে তিনি আসাবাদী। নির্বাচনে কোন রকম ভয়ভীতি কাজ করবে না বলেও তিনি নেতাকর্মীদের আস্বাস দেন। বিএনএম দলের হয়ে কাজ করলে কোন নেতাকর্মী গ্রেফতারও হতে হবে না বলে জানান তিনি।
এর আগে সকাল দশটায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও শাহ মো. আবু জাফরের প্রধান নির্বাচন সম্বনায়ক এ্যাড. আলহাজ গোলাম মনসুর নান্নুর সভাপতিত্বে তার বনমালিদিয়ার বাড়ীতে মধুখালী উপজেলার নেতাকর্মীদের নিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মুহাম্মদ মিজানুর রহমান সরদারের সঞ্চালনায় বর্ধিত সভায় শাহ মো. আবু জাফর ছাড়াও বক্তব্য রাখেন সৈয়দ আবুল বাশার,শাহ মুহাম্মাদ খৈয়ম, খন্দকার মো. ওবায়দুর রহমান, আবুল কালাম আজাদ, আ.মালেক নান্নু, জাফর সরদার, তাহমিনা জাফর, শাহজাহান মাস্টার প্রমুখ।
হাজারো নেতাকর্মীর উপস্থিতে বর্ধিত সভায় শাহ মো. আবু জাফর নেতাকর্মীদেরকে এলাকাবাসীদেরকে ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে অংশগ্রহন করে তার জন্য ভোটারদেরকে উদ্ভোদ্ধ করার আহবান জানান।