২০১৮ সালের পর ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি পেলেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ বুধবার নেলসনে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রবল সমালোচনা এবং আজকের ম্যাচ পরিস্থিতি অনুযায়ী সৌম্যর সেঞ্চুরি অনন্য এক ইনিংস।
শুরুতে ব্যাট করতে নেমে ২৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সৌম্য ১৫১ বলে একাই করেছেন ১৬৯ রান।
আদি অশোকের বলে সিঙ্গেল নিয়ে সৌম্য সরকার পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়। ৫ বছর পর পেলেন সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে সৌম্য পৌঁছালেন ১১৬ বলে। ২০১৮ সালের পর ওয়ানডেতে এটাই তার প্রথম তিন অঙ্ক ছোঁয়া ইনিংস।
নিউজিল্যান্ডের বিপক্ষে কিংবা দেশটিতে রেকর্ড মোটেও ভালো নয় সৌম্যর। সেটা কিছুটা ভালো করতে পারলেন এবার। প্রথম ম্যাচে শূন্যতে ফেরার পর করলে দারুণ সেঞ্চুরি। নিউজিল্যান্ডে বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন সৌম্য।
অফ ফর্মে ভোগা সৌম্য নিউজিল্যান্ড সিরিজের দলে সুযোগ পাওয়ায় আলোচনা হয়েছিল বেশ। নির্বাচক হাবিবুল বাশার ব্যাখ্যা দিয়েছিলেন, ‘নিউজিল্যান্ড সফর আমাদের জন্য সবসময়ই একটু কঠিন হয়। সেখানে আমাদের সাধারণত অনেক ধুঁকতে হয়। এ জন্য নতুন কাউকে দেখার থেকে আমাদের মনে হয়েছে, এমন কাউকে নেই যে এই কন্ডিশনে আগে খেলেছে।’
তবে সিরিজের প্রথম ওয়ানডে সৌম্য শূন্য রানে আউট হয়ে আলোচনার আগুনে যেন ঘি ঢেলেছিলেন। তবে সৌম্যর ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। আজ যেন তারই প্রতিদান দিলেন এই বাঁহাতি ওপেনার। প্রায় সাড়ে ৪ বছর পর অর্ধশতক ছুঁয়ে এই ইনিংসটিকে এবার শতকে রূপ দিলেন তিনি। ৯টি চারে ৫৮ বলে ফিফটি পূর্ণ করা সৌম্য পরের পঞ্চাশ রান করতেও খেলেন ৫৮ বলে। সব মিলিয়ে ১১৬ বলে সেঞ্চুরি করা ইনিংসটি সাজান ১৩টি চারের মারে।
আজ ইনিংসের শেষ ওভারে গিয়ে যখন আউট হন, তখনও অনেক রেকর্ড তার নামের পাশে। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা লিটন দাসের ১৭৬ রানের ইনিংসের পর দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে ইনিংস এখন সৌম্যের। নিউজিল্যান্ডের মাটিতে কোনো এশিয়ান ব্যাটারেরও সর্বোচ্চ রান তার ১৬৯। আগেরটি ছিল ২০০৯ সালে শচীনের করা ১৬৩ রান।
নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেলার পর আউট হন সৌম্য। তার আগের সর্বোচ্চ ছিল ১৪৯। সৌম্য আউট হওয়ার পর দলের ইনিংসও আর বেশিদূর যায়নি। যোগ করতে পেরেছে কেবল এক রান।