নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে নিতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন জানান, ভোরের দিকে নৌকার এই ক্যাম্পটিতে দুর্বৃত্তকারীরা আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দেওয়ার সময় কাউকে চিহ্নিত করা যায়নি। এ রকম ঘটনা নওগাঁ-১ আসনের বাকি দুই উপজেলাতেও ঘটেছে। নিতপুরের আগুন দেওয়ার ঘটনায় যেহেতু কাউকে চিহ্নিত করা যায়নি তাই কারও নাম এখানে সন্দেহ করে বলা যাবে না।
তবে এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের এ নেতা।
পোরশা থানার ওসি আতিয়ার রহমান জানান, সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখানে নৌকার ক্যাম্পের সামিয়ানা ও পোস্টার আগুনে পুড়ে যায়। ভোর রাতে ঘটনাটি ঘটনায় যারা আগুন দিয়েছে তাদের কাউকেই শনাক্ত করতে পারেনি কেউ। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।