মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সাঁওতাল ক্ষুদ্র নৃ-গোষ্ঠি অধ্যুসিত খাঁনপুর ইউনিয়নের ঢাকন্দ গ্রামে অতিরিক্ত চোলাই মদ পানে আলফ্রেড (২৮) নামে এক সাঁওতাল যুবকের মৃত্যু ঘটেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) বিরামপুর উপজেলার ৩নং খাঁনপুর ইউনিয়নের ঢাকন্দ গ্রামে অতিরিক্ত চোলাই মদ পানে আলফ্রেড (২৮) নামে এক সাঁওতাল যুবকের মৃত্যু ঘটে।
মৃত্যু আলফ্রেড (২৮) উপজেলার ৩নং খাঁনপুর ইউনিয়নের ঢাকন্দ গ্রামের মৃত: জয়েন সরেনের ছেলে।
খাঁনপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ৫নং ওয়ার্ড সদস্য ফ্লাবিউস হেমরম জানান, তার চাচাতো ভাই আলফ্রেড চোলাই মদ পানে আসক্ত ছিল। একারণে তার স্ত্রীও সংসার ছেড়ে চলে গেছে। স্বজনরা সোমবার সকালে আলফ্রেডকে বাড়ির খুলিয়ানের খড়ের গাদা থেকে মৃত: অবস্থায় উদ্ধার করেছে। তাদের ধারণা অতিরিক্ত চোলাই মদ পানের কারণে তার মৃত্যু ঘটেছে।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, মৃত্যুর খবর পেয়েছি। নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি।