গাইবান্ধা জেলা প্রতিনিধি:
বছরের ১ম দিনে নতুন বই হাতে পাওয়ার আনন্দ ও বইয়ের সুগন্ধে মাতোয়ারা হবে গাইবান্ধার ক্ষুদে শিক্ষার্থীরা। ২০২৪ সালের প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এরমধ্যে শতভাগ পাঠ্যপুস্তক জেলার সাত উপজেলাতে পৌঁছে দেওয়া হয়েছে।
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, জেলার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৪৬৬টি। গাইবান্ধার ১ হাজার ৪৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ ২৭ হাজার ৫৬২ ও অন্য ক্যাটাগরি বিদ্যালয়েরসহ ২ লক্ষ ৮৫ হাজার ৮৯০ শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষ ১৩ হাজার ৪৫২টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এখন শুধু অপেক্ষার পালা।