গাইবান্ধা জেলা প্রতিনিধি:
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে বড় ভূমিকা রাখবে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণ। কেননা প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই মানে নির্বাচনের কোনো মানে নেই। নির্বাচনের আরেকটি অংশ জড়িত, সেটি হলো ভোটার। ভোটার নেই মানে নির্বাচনেরও প্রাণ নেই। আমি মনে করি এই দুই অংশ নির্বাচনের প্রাণ। ২৭ ডিসেম্বর বুধবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রার্থীদের উদ্দেশ্যে ইসি রাশেদা সুলতানা বলেন, ভোটার আনার দায়িত্ব মূলত প্রার্থীদের। ভোটার কিন্তু কমিশন এনে দেবে না। তবে এবার কমিশন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য মাঠে নেমেছে।
তিনি আরও বলেন, নির্বাচনের মাঠে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট স্বচ্ছ হচ্ছে নাকি অস্বচ্ছ হচ্ছে, সেটা তুলে ধরার দায়িত্ব সংবাদিকদের। অপপ্রচারে লিপ্ত না হয়ে বাস্তবসম্মত সংবাদ তুলে ধরার আহ্বান জানানো হয়।