আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। শারীরিক অসুস্থতা উপেক্ষা করেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাশরাফীর হাঁটুর ব্যথা দিন দিন বেড়েছে। আসন্ন নির্বাচনের পর হাঁটুর অস্ত্রোপচারের জন্য আবারও অস্ট্রেলিয়া যাবেন তিনি। পাশাপাশি আবহাওয়াজনিত কারণে ঠাণ্ডা লেগেছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের।
নড়াইল শহরে মাশরাফীর কয়েকটি নির্বাচনী প্রচারকেন্দ্র ও অফিস রয়েছে। এসব প্রচারকেন্দ্র থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচার চালাচ্ছেন। আর প্রতিদিন সশরীরে উপস্থিত হয়ে সংসদীয় এলাকার বিভিন্ন গ্রামে প্রচার চালাচ্ছেন ম্যাশ, অংশ নিচ্ছেন একাধিক জনসভায়।
ইতিমধ্যেই নড়াইল-২ আসনের লোহাগড়া উপজেলার জয়পুর, কোটাকোল, লক্ষ্মীপাশা, দিঘলিয়া, ইতনা, মল্লিকপুর, লাহুড়িয়াসহ প্রায় সবকটি ইউনিয়নে সমাবেশ উঠান বৈঠক ও নির্বাচনে প্রচারণা চালিয়েছেন মাশরাফী। প্রতিটি ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠে ঘাটে পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন।
তখন দেখা যায়, জনতার সেবক মাশরাফী খুঁড়িয়ে খুঁড়িয়ে মানুষের খুব কাছে গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন। যেমনটি ক্রিকেট মাঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করতেন তিনি। এসব এলাকায় নির্বাচণী প্রচারণার সময় মাশরাফী মা-বোনসহ সকলের উদ্দেশ্যে বলেন, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আপনারা আমার দায়িত্ব নেন, ৮ জানুয়ারি থেকে আমি আপনাদের সব দায়িত্ব নেব। আমার সমস্ত ধ্যান, জ্ঞান, মেধা দিয়ে আপনাদের কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এদিকে মাশরাফী যখন বাড়িতে থাকেন, তখনও বাসভবন ও নির্বাচনী অফিস ঘিরে থাকে অপেক্ষারত মানুষের ভিড়। এছাড়া সাংগঠনিক কাজ শেষ করে বাড়িতে ফিরতেও বেশ রাত হয়ে যায়। যে কারণে ফজরের আগে ঘুমানোর সময় পান না তিনি। এত ছোটাছুটির ধাক্কা সামলাতে বেগ পেতে হচ্ছে সাবেক অধিনায়ককে। অসুস্থ থাকা সত্ত্বেও চালিয়ে যাচ্ছেন প্রচার।