নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর -২ (সালথা - নগরকান্দা) আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়নীত নৌকা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ঐতিহ্যবাহী সালথা টুটু চৌধুরী বাড়িতে এই উঠান বৈঠকে এসব কথা বলেন, নৌকা প্রতীক বঙ্গবন্ধুর প্রতিক, নৌকা শেখ হাসিনার প্রতিক, যারা বলেন, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগ “এটা ভুল” নৌকা প্রতিক সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে লাবু চৌধুরীর হাতেই নিরাপদ, এজন্যই নৌকা প্রতিক দিয়ে জননেত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন।
তাই আগামী ৭ তারিখ দেশের উন্নয়নের প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আমাকে সংসদে পাঠাবেন আপনাদের পক্ষে কথা বলার জন্য। দেশের উন্নয়নের জন্য আওয়ামীলীগ সরকারকেই আবারও দরকার। তিনি বলেন, যারা এতোদিন আমার সাথে ছিলেন, সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছেন আজ তারা অন্য প্রার্থীর কাছে বেচাকিনা হয়ে গেছে। তাই বড় বড় নেতা আমার দরকার নাই, সাধারণ জনতাই সকল ক্ষমতার উৎস। সাধারণ জনগন আমার পাশে আছে, আগামী ৭ তারিখ বিপুল ভোটে বিজয়ী হয়ে আমরা আবারও একত্রিত হয়ে বিজয়ের মিছিলে শামিল হব ইনশাআল্লাহ।
আওয়ামীলীগ নেতা চৌধুরী ইকবাল আলী ( ফিরোজ) মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর -২ ( সালথা -নগরকান্দা) আসনের আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী হোসনেরা ইকবাল ( মাতু), রামকান্তুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু,উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ইমারত হোসেন পিকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খাঁন রাজসহ হাজারো নেতাকর্মী বৃন্দ।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান ও পরিচালনা করেন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু।