ডিএমপিতে ২১৪৬ টি কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। সোমবার (১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এ মুহূর্তে কোন জঙ্গি তৎপরতা নেই, তবে কিছু কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে।
তিনি আরও জানান, নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ স্থাপনায় ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডগ স্কোয়াড ও মোবাইল স্ট্রাইকিং ফোর্সের সমন্বিত টহল দল। রোববার (৩১ ডিসেম্বর) সকালে তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে টহল শুরু হয়। এদিন দুপুরে আগারগাঁও মেট্রোরেল স্টেশন ও মিরপুর মেট্রোরেল স্টেশনে টহল দেবে বিজিবির এই ডগ স্কোয়াড।
গত ১৬ অগস্ট দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্র নিয়ে দাবি-আপত্তি নিষ্পত্তি হয় ১১ সেপ্টেম্বর। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৬১ হাজার ৯১২টি।