নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:
আগামীকাল, মঙ্গলবার ( ২রা জনিুয়ারী-২৪) নির্বাচনী জনসভায় অংশ নিতে ফরিদপুরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিকেল ৩টার দিকে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে উন্মুখ ফরিদপুরবাসী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আগমনে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রস্তুত ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ। প্রস্তুত করা হয়েছে মঞ্চ। জনসভা উপলক্ষে মাঠে নিরাপত্তা বেষ্টনী, মাইক স্থাপনসহ সভাস্থলের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।সভামঞ্চের রং করার কাজ চলছে জোরেশোরে। এছাড়া শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ চলছে রঙের কাজ। ফরিদপুর শহরে বিরাজ করছে সাজসাজ রব।
মাঠের একদিকে অবস্থিত স্থায়ী মঞ্চ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তাবেষ্টনি নির্মাণ করা হয়েছে। মাঠে নারী ও পুরুষের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, নেত্রীর আগমনে ফরিদপুর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।তিনি বলেন, জনসভাস্থলে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী, ভিআইপি ও সাধারণ মানুষের মাঠে প্রবেশের পথ নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি শহরজুড়ে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। সমাবেশ মাঠ সংলগ্ন এলাকা জুড়ে সড়কের পাশের গাছের নিচের অংশ সৌন্দর্যবর্ধনের জন্য রং করা হচ্ছে। প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।
এ সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। জনসভায় ফরিদপুরের বাকি তিনটি সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাও উপস্থিত থাকবেন।
ফরিদপুর শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ এসেছিলেন গত ২০১৭ সালের ২৯ মার্চ। ওইদিন বিকেলে তিনি এই রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ ৬ বছর ৯ মাস ২ দিন পর মঙ্গলবার (০২ জানুয়ারি) ফরিদপুর শহরে আসছেন প্রধানমন্ত্রী। আগামীতে সরকার গঠনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মস্থান ফরিদপুরকে উন্নয়নের শীর্ষে পৌঁছে দেবে আওয়ামী লীগ সরকার, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের মানুষের।