বরিশাল প্রতিধিনি :
বরিশাল-২ আসনের বানারীপাড়ায় নির্বাচনী সহিংসতায় ১৬টি মোটরসাইকেল অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) একে ফাইয়াজুল হক রাজুর মেয়ে তাহরিন হক বাদী হয়ে একটি এবং প্রতিপক্ষ নৌকার সমর্থক আমিনুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। গত মঙ্গলবার রাতে এই মামলা দুটি রুজু হয়।
তাহরিন হকের মামলায় ১৯ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে আমিনুল ইসলামের মামলায় ২৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, গত মঙ্গলবার দুপুরে বানারীপাড়া উপজেলার বাইশারী কলেজ এলাকায় স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজুর কর্মীদের সঙ্গে নৌকার কর্মী সমর্থদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে। রাতে দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়। দুই পক্ষের অভিযোগ মামলা হিসেবে রুজু হয়। পুলিশ দুই পক্ষের অভিযোগ তদন্ত করছে। এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এ পর্যন্ত (দুপুর আড়াইটা) কোন মামলার আসামি গ্রেফতার হয়নি বলে ওসি জানান।