আসন্ন নির্বাচন বর্জন করার জন্য আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সে অনুযায়ী আগামীকাল শুক্রবার (৫ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে মিছিল ও গণসংযোগ করবে দলটি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।
জনগণের উদ্দেশে রিজভী বলেন, দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আমাদের আহ্বান আগামী ৭ জানুয়ারি প্রহসনের সংসদ নির্বাচন বর্জন করুন।
তিনি বলেন, একতরফা নির্বাচনে সরকার নিজেরা নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। আমি এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এর আগে, বৃহস্পতিবার সকালে ডামি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সব পর্যায়ের মানুষকে ভোট বর্জন করার আহ্বান জানিয়ে উত্তরা রাজউক কলেজের সামনে লিফলেট বিতরণ করেন রুহুল কবির রিজভী।