চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার ৪ সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থীরা। ভোলা-১ (সদর) আসনে জিয় হয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ন রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। তিনি পেয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৭৯৯ ভোট (নৌকা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহার মিয়া পেয়েছেন ৫ হাজার ৯৮০ ভোট (লাঙ্গল প্রতিক)।
ভোলা-২ আসনে বিজয়ী হয়েছেন আলী আজম মুকুল। তিনি পেয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৩২৬ ভোট নৌকা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীী গজনবী পেয়েছেন হাজার ১৯১ ভোট (জেপি)।
ভোলা-৩ আসনে বিজয়ী হয়েছেন নুরুননবী চৌধুরী শাওন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৭১ হাজার ৯২৭ ভোট নৌকা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজর (অব.) মো. জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট (স্বতন্ত্র)।
ভোলা-৪ আসনে বিজয়ী হয়েছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি পেয়েছেন ২ লক্ষ ৪৫ হাজার ৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৫ হাজার ৯২৮ ভোট (লাঙ্গল)।
ভোলা জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোলায় ভোট কাস্ট হয়েছে ৫০ দশমিক ১ শতাংশ।