দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি সেখানে পুরো সময়টা চমক থাকবে। আমি দেখাতে চাই, একজন এমপি চাইলে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় ব্যারিস্টার সুমন বলেন, আমি সব সময় দাবি করি, আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমি উনার আদর্শকে ধারণ ও বহন করি। তাই আমার কাছে মনে হয়েছে এমপি হিসেবে শপথ নেয়ার পর তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আমার কাজ শুরু করি। এটার অনুভূতিটা অন্যরকম। তিনি আরও বলেন, আগেও বেশ কয়েকবার এখানে এসেছি। আজ এমপি হিসেবে প্রথম আসলাম।
ব্যারিস্টার সুমন আরও বলেন, আমার এলাকার নদীর ময়লা পরিষ্কারের মাধ্যমে শুরু হবে আমার প্রথম কাজ। প্রথমে আমাকে কিছুদিন ময়লা পরিষ্কার করতে হবে, তারপর অন্যান্য পরিবর্তন আনব।
তিনি আরও বলেন, আমি ফুটবল নিয়ে সংসদে কথা বলতে চাই। ফুটবলটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। বাফুফেকে যতটা প্রেসারে রাখা যায় আমি রাখতে চাই। কারণ বাংলাদেশের বাচ্চাদের আপনি ফুটবল মাঠে নিয়ে না গেলে আপনি তাদেরকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পারবেন না। এ জন্য ফুটবলটা খুব গুরুত্বপূর্ণ