মোঃ আতিকুর রহমান আজদ,কালকিনি-ডাসার প্রতিনিধঃ
মাদারীপুরের ডাসারে সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে ডাসার উপজেলা চত্তর মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসুচি পালন করা।
ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার পাচটি ইউনিয়ন পরিষদ,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,এতিমখানা মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে অত্র উপজেলাধীন এলাকার অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশন উদ্যোগে এবং ডাসার উপজেলা প্রশাসনের সহযোগীতায় ২৬০০ শত শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ, সরকারি শেখ হাসিনা ইউমেন্স কলেজের অধ্যক্ষ ড. শওকত আলী মোল্লা,ডি.কে. আইডিয়াল সয়দ আতাহার আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ বেগম, সৈয়দ আবুল হোসেন প্রতিষ্ঠিত সাকো ইন্টারন্যাশনাল লিঃ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমির চন্দ্র দাস,মামুন অর রশিদ,কীশিক সরকার,আবদুল্লাহ আল মামুন এবং সাকো সিকিউরিটিজ লিঃ এ পক্ষ থেকে উপস্থিত ছিলেন উত্তম কুমার,মাহফুজুর রহমান,মেহেদী হাসান,মনির হোসেন, ডাসার ইউনিয়ন পরিষদেও ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই,নবগ্রাম ই্উনিয়নের ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার,গোপালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর,বালিগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান খান সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য উপস্থিত ছিলেন।