মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর ( দিনাজপুর ) প্রতিনিধি:
“নতুন বছরের শুরুটা হোক চমৎকার কিছু আয়োজনে, জীবন রক্ষাকারী সুন্দর কিছু মানবসেবায়” এর আলোকে চিরিরবন্দরে রবিবার (২১ জানুয়ারি ) দুপুরে ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি উপলক্ষে পাঁচ দিনব্যাপী ভায়া ও সিবিই ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর হাসনাত রবিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার এম. জি. এম সারোয়ার হোসেন । এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ হাসেমী রাফসান, ডাঃ আরিফুন নাহার সোনালী , ডাঃ মাহবুবা আক্তার রুমি, ডাঃ রতন , দিনাজপুর জেলা ভায়া কোডিনেটর মামুন, প্রধান শিক্ষক, মোরশেদ উল আলম, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মোঃ আব্দুস সালাম প্রমূখ।
ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচি বাস্তবায়নে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, চিরিরবন্দরে ১২ টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকসহ ২০ টি কেন্দ্রে পাঁচ দিনব্যাপী রেজিস্ট্রেশনকৃত নারীদের উপরে বিনা মূল্যে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত জরায়ু-মুখ ক্যান্সারের পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর হাসনাত রবিন জানান, তারা তাদের এক্সপার্ট টিম নিয়ে সকলের পাশে থেকে ৫ দিন কাজ করবেন। তবে তারা মহিলাদের জরায়ুমুখ ক্যান্সার নিরমুলে কাজ করবেন বলেও জানান।