রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে ফ্রী-ফায়ার গেম খেলার সময় মজিবুর রহমান (১৮) ও মো.শাকিল মিয়া (২০) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২জানুয়ারী) দুপুরের দিকে উপজেলার দূরমুঠ ইউনিয়নের রুকনাই বটতলা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তারা।
নিহত মজিবর রহমান দূরমুঠ ইউনিয়নের পূর্ব রুকনাই বটতলা এলাকার শহীদ মিয়ার ছেলে এবং সে গার্মেন্টস শ্রমিক ছিলেন। নিহত শাকিল একই এলাকার শাহাবুদ্দিন মাক্কুর ছেলে এবং এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহত দুইজন বন্ধু ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিবর ও শাকিল সকাল থেকে বটতলা রেলক্রসিং এলাকায় এক চাদরে জড়িয়ে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে ফ্রী ফায়ার গেইম খেলছিল। এ সময় রেলপথ নিরাত্তায় নিয়োজিত আনসার সদস্যরা তাদেরকে সতর্ক করে রেললাইন থেকে তুলে দেন। তাঁরা পুনরায় এসে রেললাইনে বসে গেইম খেলতে থাকে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পরে ঘটনাস্থলে শাকিল মারা যায় এবং মজিবরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে মেলান্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, দুপুর দেড়টার দিকে উপজেলার দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় রেললাইনে বসে ওই দুই বন্ধু মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলছিল। এ সময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই যুবকের মৃত্যু হয়।
তবে ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি বলে জানান ওসি।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহবুবুর রহমান ট্রেনে কাটা পরে দুইজনের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।