মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
মৎস সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে এবং টেকসই মৎস আহরণের জন্য পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিশেষ কম্বিং অপারেশন ২০২৪শের ২য় ধাপের ৭ম দিনে ১০ টি অবৈধ বেহুন্দী ৭ টি চরঘেরা জাল ও ১২হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার সকাল ৮টায় উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ পুলিশএ অভিযান পরিচালনা করেন। বঙ্গোপসাগরের উপকূলি এলাকা কলাগাছিয়া ,সোনারচর ও বুড়াগৌরাঙ্গ নদীতে এ অভিযান চালায়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। পরে জব্দকৃত জালগুল চর মোন্তাজের বউবাজার এলাকায় জনসম্মুখে আগুনে পুরে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মেরিন অফিসার এস এম সাহাদাৎ হোসেন বলেন এ অভিযান চলমান থাকবে।
