হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
“বিনা টিকিটে রেল ভ্রমণ দন্ডনীয় অপরাধ,ট্রেনে পাথর নিক্ষেপ থেকে বিরত থাকি শ্লোগানকে সামনে নিয়ে” বাংলাদেশ স্কাউটস,রাজশাহীর শিরইল রেলওয়ে কলোনির মুক্ত রোভার স্কাউট দল এর ২ জন রোভার স্কাউটসের সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে ৪র্থ দিনে হাকিমপুর সরকারি কলেজে এসে পৌঁছায়।
জানা যায়.দলনেতা মোঃ আশরাফুল হোসেনের নেতৃত্বে অপর এক সদস্য মোঃ আবুল বাশার ও সেচ্ছাসেবক সদস্য মোঃ শামসাদ হোসাইন গত ২৫/০১/২৪ ইং তারিখে রাজশাহী রেলওয়ে স্টেশন হতে পায়ে হেঁটে রওনা হন। এরপর ভবানীগঞ্জ নওগার রানীনগর রেলস্টেশন এসে যাত্রা বিরতি করেন। ভবানীগঞ্জ সরকারি কলেজে রাত্রী যাপন করেন। দ্বিতীয় দিন পায়ে হেঁটে ভবানীগঞ্জ সরকারি কলেজ থেকে পায়ে হেঁটে রেলপথে সান্তাহার রেল জংশনে এসে যাত্রা বিরতি করে। সান্তাহার সরকারি কলেজে রাত্রী যাপন করে। তৃতীয় দিন সান্তাহার রেল জংশন হতে পায়ে হেঁটে রওনা দিয়ে জয়পুরহাট রেলস্টেশনে পৌঁছে এবং জয়পুরহাট সরকারি কলেজে রাত্রী যাপন করে। চতুর্থ দিন জয়পুরহাট থেকে রওনা রেলপথে পায়ে হেঁটে হিলির জিরো পয়েন্ট এলাকার ৩৩৭ নং পিলার এলাকায় এসে যাত্রা বিরতি করে। পরে পায়ে হেঁটে হাকিমপুর সরকারি কলেজে বিকাল ৫:২৫ মিনিটে পৌঁছেন তারা। এরপর আজ সোমবার সকালে ৩৩৭ নং পিলার হতে যাত্রা শুরু করে বিরামপুর রেলস্টেশনে পায়ে হেঁটে পৌঁছায়। পরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সাথে সাক্ষাতের মধ্যে দিয়ে তাদের ১৫০ কিলোমিটার পরিভ্রমণ সমাপ্তি ঘটে। ।
এসময় হাকিমপুর সরকারী কলেজে বাংলাদেশ স্কাউটস হাকিমপুর উপজেলার কাব লিডার মোঃ মহিদুল ইসলাম, মোঃ তারেক মাহমুদ,উপজেলা স্কাউট লিডার, মোঃ আনোয়ারুল হক টুকুসহ অনেকে উপস্থিত ছিলেন।