ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
নিখোঁজের ২১ দিনেও সন্ধান মেলেনি হাফেজ ঈমাম উদ্দিন ইভান (১৪) নামে এক হাফিজিয়া মাদ্রাসা ছাত্রের গত ১৬ জানুয়ারী পার্শ্ববর্তী গলাচিপা উপজেলা থেকে নিখোঁজ হয় ছাত্রটি, এ ঘটনায় গলাচিপা থানায় একটি জিডি করেছেন ছাত্রটির বাবা, থানায় ডায়েরি করার ২১ দিন পেরিয়ে গেলেও এখন কোন সন্ধান মেলেনি । এদিকে ছেলে নিখোঁজ হওয়ার পর থেকেই উৎকন্ঠা বাড়ছে পরিবারটিতে ছেলের সন্ধান পেতে বিভিন্ন স্থানে ঘুরছেন বাবা সিরাজুল ইসলাম ও মা কোহিনুর বেগম ।
নিখোঁজ ঈমাম উদ্দিন ইভান রাঙ্গাবালী উপজেলার পুর্ব বাহেরচর গ্রামের সিরাজুল ইসলাম ও কোহিনূর বেগমের ছোট ছেলে, ৫ ছেলে মেয়ের মধ্যে ঈভান ছোট সে গলাচিপা উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসার নাজেরানা বিভাগের ছাত্র ও ১১ পারার হাফেজ।
এ বিষয়ে নিখোঁজ হাফেজ ইমাম উদ্দিন ইভানের বড় ভাই ইমরান জানান, আমার ছোট ভাই হাফেজ ইমাম উদ্দিন ইভান আমাদের পার্শ্ববর্তী উপজেলা গলাচিপার ছালেহাবাদ ছালেহিয়া দারুসসুন্নাত দিনিয়া হাফেজিয়া মাদ্রাসার নাজেরানা বিভাগে ছাত্র ও ১১ পাড়ার হাফেজ,। গত ১৬ জানুয়ারী সকালে গলাচিপা আমখোলা আামার দুলাভাইয়ের বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হয়, আমরা বৃহস্পতিবার মাদ্রাসার বড় হুজুরের কাছে কল দিয়ে ইভানের সাথে কথা বলতে চাইলে হুজুর বলেন ঈভান তো মাদ্রাসায় আসেনাই।আজ ২১ দিন থেকে সে নিখোঁজ রয়েছেন,আমরা আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোন সন্ধান পাইনি । এরপর তার সন্ধান পেতে গলাচিপা থানায় একটি ডায়েরি করেছি। তারপরেও আজ পর্যন্ত ইভানের কোন সন্ধান মেলেনি।
এ ব্যাপারে মাদ্রাসার শিক্ষক হাফেজ ইউসুফ বলেন, প্রতি মাসেই আমাদের মাদ্রাসা ছুটি থাকে সেই ন্যায় ছুটি দিয়ে ছিলাম,১৩ জানুয়ারী মাদ্রাসা বন্ধ দেওয়ার কারনে শুনেছি ছাত্রটি বোনের বাসায় গিয়েছিল, ১৬ জানুয়ারী মাদ্রাসা খোলার তরিখ ছিল মাদ্রাসার উদ্দেশ্যে নাকি বাসা থেকে বের ও হইছিলো কিন্তু আমার মাদ্রাসায় আসেনাই।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস আলম খান বলেন, নিখোঁজ হওয়া পরিবারটি ১৬ জানুয়ারী একটি জিডি করেছে। মাদ্রাসা ছাত্রের কাছে মুঠোফোন না থাকায় লোকেশন শনাক্ত করা যাচ্ছে না, তবে আমরা বাংলাদেশের সমস্ত থানায় ছবি সহ ম্যাসেজ দিয়েছি। আমরা ছেলেটির সন্ধানের জন্য চেষ্টা করছি। আশা করছি, দ্রুত ছেলেটির খোঁজ পাওয়া যাবে।