ফরিদপুর জেলা প্রতিনিধি-
চরভদ্রাসন উপজেলা সদরে আব্দুল শিকদারডাঙ্গী গ্রামে ‘জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম’ কওমি মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী সাব্বির ফকিরকে (১১) বেদম বেত্রাঘাত করে সারা শরীরে জখম করার দায়ে মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ও মাদ্রাসা ম্যানেজিং কমিটি মিলে শিশু শিক্ষার্থীর ওপর লোমহর্ষক নির্যাতনের ঘটনা দীর্ঘক্ষণ শোনার পর ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করে। শিশু শিক্ষার্থী সাব্বির ফকির ওই মাদ্রাসার আলেম বিভাগের তাইছা শ্রেণির ছাত্র। সে মাদ্রাসার পার্শ্ববতী উত্তর আলম নগর মধু শিকদারডাঙ্গী গ্রামের কোরবান ফকিরের একমাত্র ছেলে।