মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর ( দিনাজপুর ) প্রতিনিধি :
চিরিরবন্দর উপজেলার নশরতপুর ও তেতুলিয়া ইউনিয়নে অবস্থিত মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসা সেবায় অভূতপূর্ব সুনাম কুড়িয়েছেন। বর্তমানে এ অর্জন চিরিরবন্দর উপজেলা গন্ডি পেরিয়ে দিনাজপুর জেলাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। যেটা সমগ্র উপজেলা জন্য অত্যন্ত সুনাম অর্জন করেছে। নরমাল ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এই স্বাস্থ্য সেবা কেন্দ্র।
নরমাল ডেলিভারি হওয়া মায়েরা জানান , নরমাল ডেলিভারি শুরুতে ভয় লাগলেও পরিবার-পরিকল্পনা কেন্দ্রটির মাঠকর্মী ও চিকিৎসকদের সাহসে নিরাপদে তাদের সন্তান প্রসবের হয়েছে । এতে একদিকে যেমন খরচ কমেছে অন্যদিকে তারা সুস্থ আছেন।
সেবা গ্রহিতারা আরো জানান, পরিবারে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাদেরকে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে আসা হয়। স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডাক্তার প্রতিটা কর্মীদের আন্তরিক ব্যবহারে দারুনভাবে মুগ্ধ। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান অত্যন্ত ভালো হওয়ার কারণে নির্বিঘ্নে তারা চলে আসেন এই স্বাস্থ্য সেবা কেন্দ্রে। স্বাস্থ্য সেবা কেন্দ্রে কর্মরত শাহা মোঃ আফজাল হোসেন জানান, গর্ভবতীদের মায়েদের এ স্বাস্থ্য সেবা কেন্দ্রে আসার জন্য বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করা হয়ে থাকে। যাহাতে করে তারা গর্ভবতী মায়েরা সিজারিয়ানের দিকে না যেয়ে নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধ হয়। এই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়।
তিনি আরো জানান,পরিদর্শনের মাধ্যমে নশরতপুর ও তেতুলিয়া ইউনিয়নে গর্ভবতীদের চিহ্নিত করা হয়। এছাড়া স্বাস্থ্য কর্মী সি এস বি এ লাভলী আরা জানান, সাধারণ রোগীদের চাপের কারণে মাস শেষ ঔষধের স্বল্পতা অনেকাংশ কমে যায়। যে কারণে রোগীদের জন্য ঔষধের ডোজ সম্পন্ন করা সম্ভবপর হয়ে ওঠে না। কর্মরত আরো জানান, গর্ভবতী, প্রসূতি মা শিশু, কিশোরীরা এখানে সর্বক্ষণিকভাবে সেবা নিতে আসে। তারা জানান, প্রতি মাসে ২৫ থেকে ৩০ জনের মত গর্ভবতী মহিলাদেরকে এখানে নরমাল ডেলিভারী করানো হয় । এই উপজেলায় ১০ টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারি চালু নাই ।
ঐ ১০ টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারি চালু করার জন্য জোরালো দাবি জানান এলাকাবাসী।
চিরিরবন্দর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম জানান, সারা বাংলাদেশে প্রায় ৪৫০ টির মতো মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। চিরিরবন্দর উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে তেতুলিয়া ইউনিয়নে একমাত্র মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র তার মধ্যে একটি। তিনি আরো জানান, যেহেতু এটা একটি মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সেহেতু সকলের জন্য অনুসরণীয়। মানুষের দৌঁড় গোড়ায় সেবা পৌঁছে দিতে তারা আন্তরিকতা সাথে কাজ করে যাচ্ছেন ।
তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানান মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনবলের কোন ঘাটতি নেই। এখানে সেবার পাশাপাশি পরিষ্কার ও পরিচ্ছন্নতা উপর গুরুতারোপ করা হয়। সেবা কেন্দ্রের প্রতিটা কর্মীসহ সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মীদের মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে। ফলে তেতুলিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা সেবার মান অত্যন্ত সন্তোষ জনক।