ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নবীন শিক্ষার্থীকে উলঙ্গ করে নির্যাতনের ঘটনা ঘটেছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ১৩৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। ভুক্তভোগী আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী।
ঘটনায় অভিযুক্তরা হলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষাবর্ষের মুদাচ্ছির খান কাফী ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই শিক্ষাবর্ষের মোহাম্মদ সাগর।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি রাতে লালন শাহ হলের ১৩৬ নম্বর কক্ষে ভুক্তভোগীকে ডাকেন অভিযুক্ত কাফি ও সাগর। এ সময় তাকে উলঙ্গ করে ব্রেঞ্চের ওপর দাড় করিয়ে রাখেন অভিযুক্তরা। এছাড়া ভুক্তভোগীকে রড দিয়ে আঘাত করেন ও নাকে খত দেয়ানো হয়।
ফুলপরীর পর এই ঘটনা বেশ আতঙ্ক সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলর গঠিত এবং রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান সাক্ষরিত প্রজ্ঞাপনে অধ্যাপক ড. দেবাশীষ শর্মা আহ্বায়ক করে রেখে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির বাকি দুই সদস্য হলো অধ্যাপক ড. মোঃ আনিচুর রহমান এবং মিঠুন বৈরাগী।
বর্ণিত কমিটিকে উল্লিখিত ঘটনাটি যাচাই-বাছাই করে যথাশীঘ্রসম্ভব রিপোর্ট পেশ করার জন্য অনুরোধ করেছে প্রশাসন।