গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে দুলাল হোসেন (২২) মানিক মিয়া (৩৫) ও সুজন মিয়া (৩২) নামে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বাড়ী কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায়। পুলিশ সুত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত প্রায় পৌনে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া এলাকার মহাসড়কে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকা মাওয়াগামী নাদিয়া পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৩ কেজি শুকনো গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
