গাইবান্ধা জেলা প্রতিনিধি:
বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে গাইবান্ধায় বেড়েছে ফুলের দাম। বিশেষ দিনকে সামনে রেখে বাহারি ফুলের পসরা সাজিয়েছে ফুল ব্যবসায়ীরা। তবে ফুলের দাম দ্বিগুণ বা তিন-চারগুন দাম হওয়ায় বিপাকে পড়ে তরণ-তরণীগণ। ১০ টাকার গোলাপ ৭০ টাক পর্যন্ত বিক্রয় হয়েছে। নিজের পছন্দের মানুষকে ফুল দিতে গুনতে হয়েছে অতিরিক্ত টাকা।
বসন্তবরণ ও ভালোবাসা দিবস কেন্দ্র করে গাইবান্ধায় ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। সারা বছর টুকটাক করে ফুলের ব্যবসা চললেও জমজমাট ব্যবসা হয় পহেলা ফালগুন ও ভালোবাসা দিবসে। পাইকার, বাগানমালিক ও ব্যবসায়ীরা বাড়তি বিক্রয় ও আয়ের জন্য বেশ ব্যস্ত। ব্যবসায়ীরা লাল গোলাপ, রজনীগন্ধা, গাদা, কসমস, ডালিয়া, টিউলিপ, কালো গোলাপ, ঝুমকা লতা, গাজানিয়া, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুলের আমদানি করে ফুল প্রেমিদের জন্য।
ভালোবাসা দিবস ও পহেলা ফালগুন উপলক্ষ্যে বিভিন্ন ধরনের ফুল দিয়ে দোকান সাজিয়েছেন ব্যবসায়ীরা। স্থায়ী দোকানের পাশাপাশি অস্থায়ী বেশ কয়েকটি দোকান বসিয়েছেন ব্যবসায়ীরা। ফুল ব্যবসায়ীগণ বলেন, বসন্তবরণ ও ভালোবাসা দিবসে ফুল ভাল বিক্রয় হয়েছে। জেলার স্থানীয় ফুলবাগান ও যশোরসহ বিভিন্নস্থান থেকে নানান রকমের ফুল সংগ্রহ করা হয়েছে। ফুল বাগান মালিক আফজাল হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় বাগানে বেশ ফুল ধরেছে। ফেব্রুয়ারি মাসে বেশি ফুল বিক্রয় করে হয়।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম বলেন, জেলায় দিন দিন ফুলচাষ বাড়ছে। এবার আবহাওয়া ভালো থাকায় ফুলের চাষ দ্বিগুণ হয়েছে।