কামরুজ্জামান শাহীন,ভোলা, প্রতিনিধি:
সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণরে মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখা এবং সেবামূলক কাজের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবায় ভূষিত হলেন ভোলা জেলার শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. এনামুল হক ।
আজ মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারী) মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এ পদক গ্রহন করেছেন খ্যাতিমান ওসি মু. এনামুল হক।
বীরত্বপূর্ণ অবদান এবং সেবামূলক কাজের জন্য সারাদেশ ৪ শত পুলিশ কর্মকর্তার মধ্যে তিনি রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পদক পেয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে শশীভূষণ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সুনামের সঙ্গে দ্বায়িত্ব পালন করেছেন।
ওসি মু. এনামুল হক পটুয়াখালী জেলার বাউফল উপজেলার একজন কৃতি সন্তান। তিনি ১৯৭৩ সালে মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। বাউফল কারখানা হাই স্কুল থেকে এস.এস.সি, বরিশাল হাতেম আলী কলেজ থেকে এইচ.এস.সি ও ঢাকা মিরপুর বাংলা কলেজ থেকে অনার্স সম্পূর্ণ করেন তিনি। মু. এনামুল হক পুলিশ বাহিনীতে উপ-পরিদর