রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি :
শনিবার(২৩ মার্চ) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকশীকাঁথার আয়োজনে নিজস্ব হল রুমে হস্তশিল্পের নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুন্দরবন লেডিস ক্লাবের সভাপতি ও শ্যামনগর মিসেস ইউএনও ফাবিহা তাসনিম। প্রধান অতিথি বক্তব্যে হস্তশিল্পে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের কিভাবে ব্যবসার পরিসর বৃদ্ধি করা যায়, কাজের মান আরও বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার রনজিৎ বর্মন। বক্তব্য রাখেন নকশীকাঁথার মাঠ কর্মী শিপ্রা কর্মকার, তাসলিমা খাতুন, ক্ষুদ্র নারী উদ্যোক্তা মাহবুবা খানম, জেসমিন নাহার, সুপ্রিয়া বিশ^াস, রেহেনা সিতু, নাছিমা পারভীন প্রমুখ।
নারী উদ্যোক্তারা বক্তব্যে বলেন তাদের তৈরী হস্ত শিল্প সমূহের সঠিক মূল্য না পাওয়ায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তারা তাদের তৈরী হস্ত শিল্প সমূহ জেলার বাইরে বা দেশের বাইরে যাওয়ার মত মান থাকলেও যোগাযোগের অভাবে বিক্রয় করা সম্ভব হচ্ছে না বলে মত প্রকাশ করেন।
ছবি- শ্যামনগরে হস্ত শিল্পের নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করছেন মিসেস ইউএনও ফাবিহা তাসনিম।