যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জাহাজের আঘাতে সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও নিখোঁজ ছয় জন। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল স্থানীয় সময় ভোরে শ্রীলঙ্কায় যাওয়ার পথে সিঙ্গাপুরের মালিকানাধীন ৩০০ মিটার জাহাজটি দীর্ঘ ফ্রান্সিস স্কট কী নামের সেতুতে ধাক্কা দেয়।
ম্যারিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে বিদ্যুৎ বিপর্যয়ের কারণেই ঘটেছে এত বড় দুর্ঘটনা। এ বিষয়ে চলছে বিস্তারিত তদন্ত। তবে মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, আপাতত বন্ধ রয়েছে উদ্ধার অভিযান। শিগগিরই ভেঙে পড়া ফ্রান্সিস স্কট কি ব্রিজের সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন ম্যারিল্যান্ডের গভর্নর। সম্পূর্ণ ব্যয়ভার কেন্দ্রীয় সরকার বহন করবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।