রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি :
শুক্রবার (৫এপ্রিল) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামে হিট স্ট্রোকে আকবর আলী(৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন।
তিনি দীর্ঘ দিন ধরে উপজেলা সদরের বাদঘাটা গ্রামে খাদিজাতুল কুবরা (রাঃ) জামে মসজিদের খাদেমের দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয় শ্যামনগর পৌরসভার কাউন্সিলর এস কে সিরাজ বলেন শুক্রবার নামাজের পর দুপুরের দিকে মসজিদের উন্নয়নে প্রতিবেশিদের বাড়ী থেকে চাউল সংগ্রহ কালে হিট স্ট্রোকে আক্রান্তের পর স্থানীয়রা শ্যামনগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় গণমাধ্যম কর্মী আমজাদ হোসেন মিঠু বলেন খাদেম আকবর আলী মসজিদের উন্নয়নে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় প্রতিবেশির বাড়ী থেকে চাউল সংগ্রহ কালে হিট স্ট্রোকে আক্রান্ত হন এবং কিছু সময় পরে মারা যান।
এদিকে শ্যামনগর উপজেলায় তাপমাত্রা বেড়ে যাওয়ায় রমজান মাসে রোজাদার মানুষের কষ্ট বেড়ে গেছে বলে অনেক রোজা রাখা মানুষ জানান।