মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর ( দিনাজপুর ) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী আন্দোলন চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে ১৮ মার্চ মঙ্গলবার বিকেলে চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমোনাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চিরিরবন্দর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ নবিউল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ আনোয়ার হুসাইন নদভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুফতি মোহাম্মদ খাইরুজ্জামান, আরো বক্তব্য রাখেন, চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা, অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম নুরী প্রমুখ । বক্তারা বলেন পবিত্র রমজান মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এ মাসেই কোরআন শরীফ নাযিল হয়েছিল।
বক্তারা আরও বলেন গত ১৭ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল। সাধারণ মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। এ সময় ইসলামিক দলগুলো মাঠে ছিল।
গত ৫ আগস্টে তার পতন হওয়ার পর দেশের মানুষ এখন স্বাধীন ভাবে কথা বলতে পারছে। এখন আর ভেদাভেদের সময় নেই। আমরা এখন প্রতিটি ইসলামী দল একসাথে কাজ করব । আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে গেলেও তাদের দশোরেরা এখনো সক্রিয় রয়েছে এবং তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে৷ কিন্তু সমস্ত ইসলামী দলগুলো যদি একত্র হয়, তাহলে আগামীর সরকার হবে ইসলামী শাসনের সরকার৷
সমাজ থেকে সমস্ত অন্যায়-অবিচার দূর করে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়তে হলে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থাই কার্যকর জীবন ব্যবস্থা। তাই আমাদের সবাইকে এক কাতারে এসে ইসলামী শাসনব্যাবস্থা কায়েম করার লক্ষ্যে কাজ করতে হবে ৷
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চিরিরবন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মিজানুর রহমান ।
