রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এসএসসি,এসএসএসি সমমান দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ৭ টি কেন্দ্রে প্রথম দিনে মোট ৩১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৮২ জন। এরমধ্যে এসএসসিতে ৪৩ জন,দাখিলে ৩১ জন এবং ভকেশনালে ৮ জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দেশব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার প্রথম দিনে এসএসসি’র বাংলা প্রথম, দাখিল’র কোরআন মজিদ ও ভকেশনালের বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট প্রতিটি কেন্দ্রের কেন্দ্র সচিব কর্তৃক জানা গেছে, পরীক্ষার প্রথম দিনে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৮১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৭ জন,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৮৫ জনের মধ্যে অনুপস্থিত ৯, নেকমরদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬১৭ জনের মধ্যে ৭ জন, কুশুমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৩৭ জনের মধ্যে ১০ জন আবাদ তাকিয়া কামিল মাদ্রাসায় ৩৬২ জনের মধ্যে ৩১ জন, রাণীশংকৈল বিএম কলেজে ১৬৮ জনের মধ্যে ৪ ও নেকমরদ কারিগরি কলেজ কেন্দ্রে ১২১ জনের মধ্যে ৪ জনসহ ৭ টি কেন্দ্রে মোট ৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি বলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকল পরীক্ষা সুষ্ঠু রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রথম দিনে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো জানান এ উপজেলায়
৫৪ টি উচ্চ বিদ্যালয়,২০টি দাখিল মাদ্রাসা ও ৫ টি কারিগরি ভকেশনাল কলেজসহ মোট ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৭ টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা দিচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে জানান,পরীক্ষা ভালোভাবে অনুষ্ঠিত হওয়ার সকল প্রস্তুতি গ্রগণ করা হয়েছে। কড়া নিরাপত্তা ও নজরদারির ভিত্তিতে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে।
